অবসর

কি ভয়াবহ সুন্দর গরম!
দমকা লু হাওয়া বইছে চারিদিক থেকে,
তোর আমার দমবন্ধ সম্পর্ক থেকেও ভ্যাপসা;

কখনো কখনো বলা কওয়া ছাড়াই ধুম বৃষ্টি
সাথে ঝড়-ঝাপটা
রাগে দুমড়ানো মোচড়ানো গাছগুলো ভেঙ্গে পড়ে থাকে কোথাও কোথাও,
তোর আমার ধুন্ধুমার প্রেমের মত;

কখনো কখনো জীবন বড্ড গুমোট হয়ে ওঠে
হঠাৎ মৃত্যুর আহাজারিতে;
আর একটু সময় অপেক্ষা কর,
খুব বেশী বাকি নেই আমার মাটি হতে;
তারপর পুরোটাই তোর অবসর।

1 thought on “অবসর

  1. ইন্টারেস্টিং।

    ‘কি ভয়াবহ সুন্দর গরম!
    দমকা লু হাওয়া বইছে চারিদিক থেকে,
    তোর আমার দমবন্ধ সম্পর্ক থেকেও ভ্যাপসা;’

    শুধু ভ্যাপসাই নয় কবি … জীবন যেন ভাজা ভাজা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।