‘জীবে জীবে চাহিয়া দেখি সবই যে তার অবতার …
ও তুই নূতন লীলা কি দেখাবি যার নিত্যলীলা চমৎকার।’
‘নদনদী হাতড়ে বেড়াও অবোধ আমার মন
তোমার ঘরের মাঝে বিরাজ করে বিশ্বরূপী সনাতন।’
কিংবা ‘জীবে জীবে চাহিয়া দেখি সবই যে তার অবতার
ও তুই নূতন লীলা কি দেখাবি যার নিত্যলীলা চমৎকার।’
___ অনাধ্যাত্মিক জীবনবোধে নিজেকে খোঁজা। বাউল চরণ।
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
অসাধারণ বন্ধু অসাধারণ।
প্রথম মন্তব্যের জন্য সহস্র ধন্যবাদ প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
চমৎকার লেখা উপহার দেয়ার জন্য ধন্যবাদ মি. মুরুব্বী।
"অনাধ্যাত্মিক জীবনবোধে নিজেকে খোঁজা। এই লাইন সমূহ বাউল চরণ।"
আমি প্রদায়ক মাত্র। মন্তব্য দেয়ায় শুভেচ্ছা নিন মি. আমির ইশতিয়াক। ধন্যবাদ।
আপনার ব্লগবুক অনুলিখনগুলো চমৎকার!
আপনার উপস্থিতিতে যথেষ্ঠ খুশি হলাম মি. জাহিদ অনিক। ধন্যবাদ।