সমস্বরের সংলাপ থেমে গেলে; পরাজিতের থাকে স্মৃতিচারণ
অথবা উপদ্রবহীন সুখশয্যা।
অপেক্ষমান এ পারওপার। প্রগাঢ় কণ্ঠস্বরের শ্রুতিমধুর সরল প্রহসন;
সত্যের অতি সত্য।
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
সমস্বরের সংলাপ থেমে গেলে; পরাজিতের থাকে স্মৃতিচারণ
অথবা উপদ্রবহীন সুখশয্যা।
অপেক্ষমান এ পারওপার। প্রগাঢ় কণ্ঠস্বরের শ্রুতিমধুর সরল প্রহসন;
সত্যের অতি সত্য।
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আপনার উপস্থাপন অনন্য
ধন্যবাদ মি. একজন নিশাদ। শুভ সকাল।
আপনার অণুকথন আর অণুলিখন আমার ভীষণ ভাল লাগে প্রিয় বন্ধু। শুভেচ্ছা
অশেষ কৃতজ্ঞতা প্রিয় কবিবন্ধু রিয়া রিয়া।
ধন্যবাদ কবি অরুণিমা মণ্ডল।
…পরাজিতের থাকে স্মৃতিচারণ।…
কী অমোঘ অনুভূতি। যেন আমারই না বলা কথামালা….
… অথবা উপদ্রবহীন সুখশয্যা বন্ধু রত্না রশীদ ব্যানার্জী। ধন্যবাদ।
দারুণ অণুলিখন ও নয়নাভিরাম ছবি….!