উন্নয়ন…

উন্নয়ন…

এতো উন্নয়ন রাখব কোথায়
তেমন যোগ্য ডিজিটাল কই
হাওরে বাড়িতে রাস্তা দোকানে
তিস্তার জলে ভিজি, টাল হই

উন্নয়নের ঠেলায় মরছে
হাওরের যত মৎসও হাঁস
ডিজিটাল খেলো ক্ষেতের ফসল
বন্ধ হয়েছে কৃষকের শ্বাস

ভাঁওতাবাজি থামাও এবার
খোল চোখ, খোল দুই কান
হাওর পাড়ে মাথা ঠুকো গিয়ে
যদি চাও তুমি বাঁচাতে মান

অনেক হয়েছে গাল গল্প
খানিকটা কাজ এবার হউক
সত্যিকারের উন্ন নয়ন
জনগণ ও সেবার হউক…

2 thoughts on “উন্নয়ন…

  1. তিস্তার জল আমাদের স্বপ্ন …. স্বপ্নই রয়ে যাবে আজন্মকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. অনেক হয়েছে গাল গল্প
    খানিকটা কাজ এবার হউক
    সত্যিকারের উন্নয়ন
    জনগণ ও সেবার হউক…

মন্তব্য প্রধান বন্ধ আছে।