রংধনু মুক্তোর ঝিলিক
মুঠোভরা মুক্তোর বিন্দুগুলো
এস্রাজের তারের ওপর ছড় টানে।
কবে থেকে যেন অপেক্ষায় ছিলাম
আঙুলের ফাঁক গলে জল ছলছল,
উত্তেজিত বসে আছি
সবুজ টগবগে ঝিলিক তোলা বালির কণায়;
মুঠোভাষে মহাকাশ কথা বলে গেল।
ঝিলমিলে রম্বসকোনে রংধনু রঙ,
মহাজাগতিক অদ্ভুত শিরশিরানি
নামে, কশেরুকা বেয়ে;
কতদিন বোগেনভেলিয়ায় ফোটেনিকো ফুল
কতদিন পরে এলে মেরু আলো
ঝলমলে বাসর সাজিয়ে!
মুক্তোর বিন্দুগুলো কিশোরীকাঙ্খায়
পপ র্যাপ ভারতনাট্যম,
মুক্তোর বিন্দুগুলো এখন সারা আকাশ!
ভালো লাগার মতো কবিতা…
শুভেচ্ছা অফুরান কবি দা।
কবিতার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় সৌমিত্র। বেশ।