তোমার বহু দূরে চলে যাওয়া
অতঃপর সেই দূর্গম দূরত্ব !
কি করে সে নিজেই নিজেকে অকস্মাৎ হাওয়ায় মেলালো
এবং তোমাকে করে দিল নিকটতমা আমার এতটাই যেন !
অস্থিমজ্জায় পৌষের কম্পমান শীতের অনুভূতি,
কিম্বা গ্রীষ্মের উলম্ব সূর্যের দুঃসহ উত্তাপে প্রাণ ত্যাগী তৃষ্ণায় নয় ।
বরং তা যেন জ্বর হয়ে বয়ে যায়
আমার প্রতিটি ধমনীতে-
যদিও আমি পুড়ছি আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত বিগলিত উত্তপ্ত লাভার ন্যায়,
তবুও এন্টার্কটিকার হিমবাহ দিয়ে যায় আমাকে এমন শীতল ও শিথিলতম অনুভব !
যা আমাকে সহস্র শতাব্দী মমি করে রাখতে পারে সুখের উপমায় ।
৮ এপ্রিল, ২০১৬
লিখায় কিছু উপমার ব্যবহার লিখাটিকে সঠিক উত্তীর্ণ করেছে।
অভিনন্দন জানবেন স্যার মি. আনিসুর রহমান।
অকষাৎ > অকস্মাৎ।
দুরে > দূরে।
দুরত্ব > দূরত্ব।
ধন্যবাদ মুরুব্বী স্যার যত্ন নিয়ে লেখাটা পড়ার জন্য । সত্যি বলতে কি, এই প্রথম আমি প্রকৃত অর্থেই অনেক খুশি হয়েছি বানান ভুলটা চিন্হিত করার জন্য । সংশোধন করে নিলাম । বাংলা বানান অনেক জটিল বিষয় । বিভিন্ন বাংলা সফটওয়্যার এর সীমাবদ্ধতার জন্য আরও বিভ্রান্ত হতে হয় । সতর্ক দৃষ্টি থাকবে আগামী দিনগুলোতে !
ভেরি গুড।

আসলে ধরতে না ধরতে ধরে ফেলেছি মনে ধরে নেবেন।
এমন ছোট খাটো এবং মাঝারি ত্রুটিতে আমিও মাষ্টার বটে।
তাহলেতো সুক্ষ নজর রাখতে হয়, গুরু মারা বিদ্যা জাহির করার সুযোগ নেওয়ার জন্য !
* অসাধারণ লিখেছেন প্রিয় কবি…
ধন্যবাদ হে প্রিয় কবি কিঞ্ছিত আমার জানালায় উঁকি মারার জন্য !