: বাজান, কাইল কি তুমার ছুটি? আমারে বেড়াইতে লয়া যাইবা?
: কাইল কারখানা বন্ধ। কিন্তু কাম আছে। লিডার কনটাক নিছে।
: কিয়ের কনটাক বাজান?
: মিছিলের কনটাক। কাইল তিনটা মিছিল আছে। দুইশো ট্যাকা কইরা দিবো, সারাদিন খালি হাটতে অইবো আর চিল্লাইতে অইবো।
: তোমার পাও টিপ্যা দেই?
: না মা, লাগবো না। কাইল মিছিল শ্যাষে দুইট্যা ব্যাথার ট্যাবলেট খায়া লমু।
নিষেধ অমান্য করে কিশোরী জোবেদা বাবার পা টিপতে শুরু করে। বেড়াতে নিয়ে যেতে চাইলেও সে যেত পারতো না। সে বাসাবাড়িতে ছুটা বুয়ার কাজ করে। কাল তার ছুটি নাই। তবু তার খুব ইচ্ছা করে বাবার সাথে গিয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশে তুলে গলা ফাটিয়ে শ্রমিক দিবসের মিছিলে ফ্রি শ্লোগান দিতে “দুনিয়ার মজদুর এক হও…লড়াই করো…”
অ সা ধা র ণ।
**

যথারীতি বাস্তব এবং সুন্দর।