এখান শুধু জোয়ার বয়
আহা কি রঙের বাহার ! টমেটোর
মতো লাল টকটকে ওখানেই জ্বলছে-
রোজ তাই জোয়ার বয় নদীতে !
কি আনন্দের মেজাজটা বেশ লাগছে।
জানা আর অজানাতেই থাকল ঘরে
অতঃপর বাশিফুল গন্ধ শশী পারকিয়া বরে-
রোজ তাই -দাদু ভাই- টিপ দেয় কপালে
ঝিলিকে বিলিকে ছুঁয়ে যায় সুখশান্তির ছলে;
নদী তাই ভাঙ্গে- গড়ে- সীমানার উজানে-
যাও নদী জোয়ার তুলে ভাঙ্গ তরীর উঠানে।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. সরকার।