বর্ষা গরম সীমান্তে
মাঝেমধ্যে মেঘ
বিকেল হলেই
চমকে দিয়েই
পালায়।
মাঝেমধ্যে কালো
হঠাৎই ঝড়
গোঁসা গরগর
জ্বালায়।
মাঝেমধ্যে রোদ
আগুন ধরায়
চামড়া গোড়ায়
জ্বলন।
মাঝেমধ্যে জল
দাদুরী মাতানো
সবুজ জড়ানো
ফলন।
বর্ষা গরম সীমান্তে
মাঝেমধ্যে মেঘ
বিকেল হলেই
চমকে দিয়েই
পালায়।
মাঝেমধ্যে কালো
হঠাৎই ঝড়
গোঁসা গরগর
জ্বালায়।
মাঝেমধ্যে রোদ
আগুন ধরায়
চামড়া গোড়ায়
জ্বলন।
মাঝেমধ্যে জল
দাদুরী মাতানো
সবুজ জড়ানো
ফলন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর লিখা প্রিয় সৌমিত্র।

দাদা শুভেচ্ছা জানবেন ! ভালো লাগলো আপনার ছড়া, বর্ষা গরম অভিমানের আখ্যান !


