এখান শুধু জোয়ার বয়

এখান শুধু জোয়ার বয়

আহা কি রঙের বাহার ! টমেটোর
মতো লাল টকটকে ওখানেই জ্বলছে-
রোজ তাই জোয়ার বয় নদীতে !
কি আনন্দের মেজাজটা বেশ লাগছে।

জানা আর অজানাতেই থাকল ঘরে
অতঃপর বাশিফুল গন্ধ শশী পারকিয়া বরে-
রোজ তাই -দাদু ভাই- টিপ দেয় কপালে
ঝিলিকে বিলিকে ছুঁয়ে যায় সুখশান্তির ছলে;

নদী তাই ভাঙ্গে- গড়ে- সীমানার উজানে-
যাও নদী জোয়ার তুলে ভাঙ্গ তরীর উঠানে।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “এখান শুধু জোয়ার বয়

  1. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।