লটারি

লটারি

বেঁচে থাকাটাই বড় আশ্চর্য লাগে
যে মাটির ওপর রেখেছি পা তারে নিত্যদিন করি সেলাম
অথচ ভুলে গেছি আঁধারে নদী পাড়ি দেয়ার ইতিহাস
ধানগাছের পাতার মত চিকন হয়ে গ্যাছে সব পথ
যারা চলে গেছে তারা দিয়ে গ্যাছে মৌখিক জবান।

যে লালসূর্য নকশা এঁকেছি কপালে সে নয় তোমাদের দান
বাঁচতে চাই! বাঁচার দাও অধিকার!
মানুষ বাঁচলে তোমরা বল হায়াৎ ছিল তাঁর
আর লটারিতে যাদের নাম ওঠে তারা নাকি হয় সৌভাগ্যবান।

1 thought on “লটারি

  1. “মানুষ বাঁচলে তোমরা বল হায়াৎ ছিল তাঁর
    আর লটারিতে যাদের নাম ওঠে তারা নাকি হয় সৌভাগ্যবান।”

    ___ আসলেই তাই। :) আপনিও আমাদের মনের কথা মুখে কলমে তুলে এনেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।