তোমার চোখদু’টি সতত

তোমার চোখদু’টি সতত

তোমার চোখদু’টি সতত
বলে মনের কথা;
পাহাড় দেখে যা চাও সেতো
তার সে বিশালতা।

দেখি যত জল্পনা ঐ চোখে
যেন হৃদয় জুড়ে;
স্বপ্নও তখনি শেষ এঁকে
যাবে পাহাড় চূড়ে।

দেখেছি এক জোছনা রাতে
পশ্চিম বারান্দাতে;
গালেতে হাত তন্ময় চিত্তে
মগ্ন ঐ চন্দ্রিমাতে।

আজ তবে চোখ ছল ছল
তাও বুঝি কি পেতে;
হতে চাও চাঁদ পরিমল
আকাশটাও ছুঁতে।

বিন্দু বিন্দু তারপর সিন্ধু
প্রয়াস আর ইচ্ছে;
হয় তারাই ভাস্কর ইন্দু
কখনো নয় মিছে।

2 thoughts on “তোমার চোখদু’টি সতত

  1. সিম্পলি বেস্ট ওয়ান। সহজ কথা হৃদয় নাড়া দেয় প্রিয় কবিবরেষু। সালাম। :)

  2. খুব সুন্দর হয় আপনার লেখা গুলো। অভিনন্দন কবি দা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।