নেই কাজ ত’ খৈ ভাজ

নেই কাজ ত’ খৈ ভাজ

যখন কোনো কাজ থাকে না টিকটিকি হয়ে যায়
উদোর পিণ্ডি ভুদো গিলে নেয়
“এ এন”রা যদি হয় “মেঘ”, ঘাড় ধরে তাদের “তারা” করে দেয়
আসলে কাজের অভাব, বদনামী স্বভাব
যে নেই সে আছে, যে আছে সে নেই।

রক্ষণশীল নীল একলা মাঠে ফায়ারওয়ার্কস এর আশায়
অভিধান নামায়, হাটে বিলি হয়

কচি হাতে সংসার ওঠে না, তাই গুণে গুণে “সঙ” সার সাজায়

চাঁদবিবি কোনোদিনই ঠিকমত প্রেমিকা প্রেমিকা মেলাতে পারে না
তাই অংকের স্যারের রোজ সম্মানীয় পদকপ্রাপ্তি।

4 thoughts on “নেই কাজ ত’ খৈ ভাজ

  1. বরাবরের মতো এবারও স্বীকার করি … আপনার লিখা অন্যদের থেকে স্বতন্ত্র। ভিন্ন মাত্রিক লিখায় আপনার হাত যথেষ্ঠ কারু ময়। জীবনের অনেক না বলা কথাও উঠে আসে। :)

    1. অনেক ধন্যবাদ সোনা বন্ধু ।

  2. “এ এন”রা যদি হয় “মেঘ”, ঘাড় ধরে তাদের “তারা” করে দেয়
    আসলে কাজের অভাব, বদনামী স্বভাব
    যে নেই সে আছে, যে আছে সে নেই। দারুণ কথা। :)

    1. অনেক ধন্যবাদ সোনা বনু ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।