কবি গুরুর জনম দিনে

কবি গুরুর জনম দিনে

কবি গুরুর জনম পঁচিশে বৈশাখে
শ্রদ্ধাভরে স্মরি যিনি এক কিংবদন্তী;
কমল ফুটে হৃদয়ে, যার সুর রাগে
জ্ঞাত যেন মানুষের যত অনুভুতি।
ডুবুডুবু যানে বসে লিখেছেন তিনি
প্রলয় গান,দুর্দশা গ্রাসে দৈন্য দুঃখে;
ঝড় কবলে বাঁচার সে আশার বাণী
লিখতেন শিল্প কলা ভালোবাসা মেখে।

বিশ্ব দরবারে, বাংলা ভাষা মার বুলি
পেয়েছে স্থান তাঁরই সাহিত্য সম্ভারে;
যেন হাতে সততই যাদু রঙ তুলি
আঁকতেন কাব্য গীতি অন্তর গভীরে।
সাহিত্য জগতে তিনি শুকতারা চন্দ্র
আঁধার পতিত হৃদে আলো রেখা রন্ধ্র।

চতুর্দশপদী কবিতা
বিন্যাস: ৮ + ৬।
অন্ত্যমিল: কখকখ, গঘগঘ, ঙচঙচ, ছছ
বৈশাখ ২৫, ১৪২২

6 thoughts on “কবি গুরুর জনম দিনে

  1. কবি গুরুর জন্মদিন শুধু নয়; তাঁর প্রতি শ্রদ্ধা আমাদেরও সর্ব সময়ের। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবি গুরুকে প্রণাম জানাই। সবসময়। আপনার দেখা নাই কেন কবি ?

  3. সনেটের ভাষায় কবিগুরুর জনমদিন অন্যমাত্রা পেলো। প্রিয় কবির জন্য গভীর শ্রদ্ধা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।