জন্মাষ্টমী
একপিস নেড়ি দুটো লিকপিকে বেড়ালছানা
কোলের কাছে মেজাজ বাদশাহী,
ভাঙাচোরা টিনের উনুনের দিকে একমনা
মা যশোদা ভাবলেশহীন মাছচোখ,
কানাভাঙা হিন্দোলিয়াম হাঁড়ি বগবগিয়ে একটানা
কথা বলে উথালপাথাল চোদ্দ চালের ভাত
আর কুড়িয়ে পাওয়া কালো দাগ দুকুচি আলু।
মা যশোদা একমনে বিগত জন্ম চিবোয়,
এ জন্মের ফুটপাথ প্রাসাদে নৈমিত্তিক দেহদান
কোনো ছাপ রেখে যায়না কখনোই।
ওপাশে খেলে বেড়ায় নেড়ি বেড়াল, হঠাৎই –
সাত ভাতারের চোদ্দ কিসিমের
বপিত বীজ থেকে জন্মায় কৃষ্ণ।
কবিতার জন্মাষ্টমীর অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।

জন্মাষ্টমীর অভিনন্দন কবি সৌমিত্র। শুভ জন্মাষ্টমী ।