আধুনিক গান :: আবার পৃথিবীকে আমি

আধুনিক গান :: আবার পৃথিবীকে আমি

আবার পৃথিবীকে আমি ক্ষমা করে দেবো
যদি তুমি ডেকে নাও কাছে,
আবার চন্দ্রের দেশে স্মৃতি রেখে যাবো
যদি সবুজ বৃক্ষ বাঁচে।।

* জলের আঙিনা খোলা রেখে রেখে
গেয়েছি যে গান,
কবিতার সুরে ডেকে ডেকে তারে
ভাঙিয়েছি অভিমান
সে ও তো তুমি, জীবনের পরিধান
তোমার কীর্তন, পাখিরা গায় গাছে গাছে।।

* নীল’কে আমি বেদনার রঙ
কখনোই তো বলি’নি
বৃষ্টির জলে কখনোই তৃষ্ণা
নিবারণ করি’নি..
শুধুই চেয়েছি দেখা হোক,
আবার দেখা হোক
স্বপ্ন ছাড়া মানুষের আর সঞ্চয় কি কিছু আছে !

3 thoughts on “আধুনিক গান :: আবার পৃথিবীকে আমি

  1. বেশ সুন্দর গীতিকাব্য। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই।

  2. স্বপ্ন ছাড়া মানুষের আর সঞ্চয় কি কিছু আছে !
    *ভালো লাগলো ভীষন পরিচ্ছন্ন আবেদনে গানের কথাগুলো ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।