আত্মচিন্তন-৭

আত্মচিন্তন-৭

এই যে আমরা, আমাদের কি সত্যি কোন অস্তিত্ব আছে ?

বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্ব হীনতার এ প্রশ্ন প্রমাণ নির্ভর নয়। কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে। কিন্তু সেই মহা শক্তিতে একাত্ম এই সকল কিছুই সর্বদা বিরাজমান। বর্তমান অবস্থান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র। অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয়। তবুও অস্তিত্বই চিরন্তন সত্য। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

8 thoughts on “আত্মচিন্তন-৭

  1. অস্তিত্ব এবং অস্তিত্ব হীনতার প্রশ্ন … প্রমাণ বা ব্যাখা ইতিমধ্যেই জর্জরিত হয়ে আছে।

    অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় তবুও অস্তিত্বই সীমিত চিরন্তন সত্য। পোস্টে ব্যবহৃত চিত্রের মতো অস্তিত্বের চক্র যানে আমাদের ভ্রমণ এটাই আংশিক প্রমাণ করে।

    ভালো থাকুন এবং আশেপাশের সবাইকে ভালো রাখুন। শুভ সকাল স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সীমিত শব্দটি চিন্তা ভাবনায় আবার জটিল এক জট পাকিয়ে দিল । হয়তো তাই । আপেক্ষিক তত্বের প্রমাণও যদি আপেক্ষিক হয় তবে এ জট কেমন করে খুলবে তা অধিকতর চিন্তা সাপেক্ষ বৈকি !

    2. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif আপনার পোস্ট পড়ে আমিও স্বয়ং কনফিউশনে আছি স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

      1. কনফিউশন দূর করার জন্য যে চিন্তা তাতে কনফিউশন আসলে খুবই কনফিউজিং । আমার মনে হয় এই কনফিউশন আসলে বহু স্তর বিশিষ্ট । এক স্তর ভেদ করে অন্য স্তরে আবার আটকাতে হয় । অথবা ঘুরে ফিরে একই স্তরে । এভাবে ঘোড়ের মধ্যে কাটে একেকটা দিন । এ চিন্তায় আপনাকে সাথে পেয়ে পুলকিত বোধ করছি স্যার !

  2. আমাদের একটা অস্তিত্ব রয়েছে। আর আমরা অবিনশ্বর-পরমেশ্বরের সৃষ্টি মাত্র।
    শুভকামনা। আর ঈদমোবারক।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. শুভকামনা এবং ঈদ মোবারক আপনাকেও ভাই !

মন্তব্য প্রধান বন্ধ আছে।