আমার এ গ্রাম

ওই দূরে পাহাড়ের গায়
কুয়াশা বিছানা পেতে ঘুমায়
পাশে কুলুকুলু নদী বয়ে যায়
আমার গ্রামটি আকাশের সেই সীমানায়।

শান্ত কুটিরে জেগে ওঠে প্রাণ
রবির কিরণ করে তারই আহ্বান
সবুজ হৃদয় ভরা মাঠ সম্মান
তারই মাঝে গ্রামখানি গায় জয় গান।

মেঘের রৌদ্র খেলায় প্রকৃতি উদার
আমার এ গ্রামখানি শুধু প্রাণের বাহার।

6 thoughts on “আমার এ গ্রাম

  1. মেঘের রৌদ্র খেলায় প্রকৃতি উদার
    আমার এ গ্রামখানি শুধু প্রাণের বাহার।

    // নিজ গ্রামের প্রতি ভালোবাসার এই কাব্যিক প্রকাশ অসাধারণ কবি ! শুভকামনা আপনার জন্য !!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।