কোনও এক তুচ্ছ ব্যাপার
ভ্রু জোড়া ধনুক হয়েই আছে,
অভিজ্ঞ শল্যবিদ মুখ টকটকে লাল
শিরদাঁড়ায় খোঁচা দেয় ইস্পাত নল।
ডোমের দারুপ্লাবিত মস্তিষ্ক কোষে
চিড়িক মারে রাশিরাশি বিস্ময়,
মাঝবরাবর চিরে দেওয়া গৃহগামিনীর
বিখন্ড যোনিতে তান্ডব নাচে
অসংখ্য কশেরুকাহীন শুক্রানু;
হাঃ! তুই ভোগ্যা গ্রামীন!
অর্শদ্রংষ্ট সততার পশ্চাদ্দেশ
সিংহাসনে লেপে দেয় লোহু
ভোট-শুধু ভোট দাও- মা
মুদ্রা অঝোর বেহিসাবী; মাটি
একদার শুদ্ধ মানুষ আচ্ছে দিনের
তুচ্ছ ন্যাকামোর আধো আধো স্বর!
বিরিয়ানি রাইসেও পোকা কিলবিল,
দূরে বসে ঠোঁট চাটে নিশ্চুপ
শেয়াল আর চিল
বুদ্ধিজীবিকায় খেতে হবে মাংস অবশেষ।
সিদ্ধান্তহীনতায় মর্গে ছায়া নড়েচড়ে,
ড্রাকুলা জেগেছে ফের
ধানক্ষেতে পড়ে আছে লাশ! —
কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি সৌমিত্র।
ভ্রু জোড়া ধনুক হয়েই আছে,
অভিজ্ঞ শল্যবিদ মুখ টকটকে লাল
শিরদাঁড়ায় খোঁচা দেয় ইস্পাত নল।
// দারুন সব উপমায় জীবন বাস্তবতা বাঙময় ! শুভকামনা কবি !