তুমি দেশের আশা

যৌবন যার উদীয়মান তারুণ্য তার ঠনঠন
সমরে যাবার সঠিক পণ রক্তে দীপ্ত ঝনঝন
সেই প্রতিভা নিয়ে তারুণ্যকে করো বরণ
সফলতা পাবে তুমি ধরায় বীরের মরণ
ওহে তরুণ জীবন গড় সময়ে করো পণ।
তরুণেরা আসক্ত মাদক নেশার ফাঁদ
সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিবার কাত
পাঠশালাতে যন্ত্রণা রাজনীতির উত্তাপ
ছাত্র জীবন অন্ধ্যকার বড় নেতার চাপ
ধ্বংস দেশে যুবসমাজ ভবিষ্যৎ খারাপ।
তারুণ্যে থাকে সততা মনভরা উচ্ছ্বাস
পরিবার সমাজে ছড়াও দীপ্ত আভাস
মাদকাসক্ত সন্তান বাবা-মা খুন করে
প্রতিবেশীর অভিযোগ পুলিশে ধরে
ওহে তরুণ; মরবে কী নেশার ছবলে !
তারুণ্যে খুজো সৎ বন্ধুর সংঘ তাজ
সততা সংঘে রাখো জীবনের সাজ
সৎ কর্মে দীপ্ত শিখা ছড়াও বিস্তৃর্ণ ধরা
দুর্নীতি বাজের মাথায় ভাঙ্গ শক্ত কড়া
কখনো তুমি হবে না সমাজের ফোঁড়া!
গোটা সমাজ ব্যথিত তারুণ্যের ভারে
সন্তানের কর্মের তাগিদে পরিবার কাঁদে
তুমি দেশে অগ্রপথিক সমাজের দিশা
তারুণ্য পুঁজি করো ছাড় মরণ নেশা
আলোক বর্তিকা তুমি দেশের আশা।
০৬-০৫-১৭
সকালে-কম্পিউটার সেন্টারে বসে লিখা।

এম এ বাসেত সম্পর্কে

সাংবাদিক এম.এ. বাসেত গত ১৯৮৫ খ্রি. তেঁতুলিয়া সদরের বারঘরিয়া গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মো. নিজাম উদ্দিন, মাতার নাম মোছা. আয়েশা খাতুন। পরিবারে ৬ ভাই ও ২ বোনের মধ্যে তিনি সপ্তম। শৈশবে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণি পাসের পর কালান্দিগঞ্জ ফাযিল মাদরাসা থেকে দাখিল/এসএসসি সমান বোর্ড পরীক্ষায় ১৯৯৯ খ্রি. দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ২০০৩ খ্রি. তেঁতুলিয়া ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচ.এস.সি বোর্ড পরীক্ষায় জিপিএ ২.৫০ পেয়ে সাফল্যের সংগে উত্তীর্ণ হন। ২০০৭ খ্রি. সালে মকবুলার রহমান সরকারি কলেজ পঞ্চগড় (পঞ্চগড় এম আর কলেজ) থেকে ইতিহাস বিভাগে বিএ (অনার্স) পরীক্ষায় ২য় শ্রেণিতে এবং ২০০৮ খ্রি. রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ইতিহাস বিষয়ে মার্স্টাস ডিগ্রী অর্জন করেন। তিনি শৈশবে কবিতা ও ছোট গল্প লিখার মধ্যে দিয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় ২০০০ সালে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলা থেকে প্রকাশিত দৈনিক উত্তরের আলো পত্রিকার মাধ্যমে মফস্বল সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে ২০০১ সাল থেকে দৈনিক করতোয়া পত্রিকায় তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে অদ্যাবধি কাজ করে আসছেন। এছাড়া ২০০৪ সালে দৈনিক আমার দেশ পত্রিকায় তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। বর্তমানে তিনি দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। তিনি দৈনিক করতোয়া পত্রিকার উপসম্পাদকীয় পাতায় বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম লিখে আসছেন। ইতোমধ্যে তাঁর অর্ধশতাধিক কলাম প্রকাশিত হয়েছে। এছাড়া ২০১৭ সালে অমর একুশে গ্রন্থ মেলায়, শিক্ষা তথ্য পাবলিকেসন্স থেকে তাঁর লিখা ‘‘ লাল সবুজের পতাকা হাতে যুদ্ধা ফিরে ঘরে” এবং ”স্মৃতির কাছে’’ নামে দুটি কাব্যগ্রন্থ বই প্রকাশ হয়েছে। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ সহায়তা নিয়ে ২০০১ সালে তেঁতুলিয়া উপজেলায় জেনুইন কম্পিউটার কমপ্লেক্স নামে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করেন। পরবর্তীতে উক্ত ট্রেনিং সেন্টারটিকে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন (বিসিই) তেঁতুলিয়া শাখা হিসেবে রুপান্তর করেন এবং পরিচালক ও ট্রেইনার হিসেবে বেকার-যুবক/যুব মহিলা ও ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরশীল প্রশিক্ষণ দিয়ে আসছেন। তিনি ২০০৪ সালে পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছিলেন।

4 thoughts on “তুমি দেশের আশা

  1. তরুণ এবং তারুণ্যের উদ্যম কাজে লাগাতে না পারলে জাতি পিছিয়ে পড়বে।
    শুভ সকাল মি. এম এ বাসেত। আশা করবো ভালো আছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. আল্লাহর রহমতে ভাল আছি। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা করি।

  2. তারুণ্য এবং যৌবনের জয়গানের কবিতায় দেশাত্ববোধের প্রকাশ অসাধারণ !
    শুভকামনা কবি !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।