শুধু ফাঁকি

শুধু ফাঁকি

জীবন থেকে কখন যে চলে গেছে সুখ
ফাঁকি দিতে জানে শুধু ওরা;
পথ পানে তবু কেন যে অন্তরখানি উন্মুখ
কখনো আবার যদি হয় ফেরা।

জীবন সমুদ্র তটে দুঃখ গায় কত গান
চলছে পথ যেন সবি পদদলে;
ভাবে না, হৃদয়ে হাসি নেই অস্থির ম্লান
মজা নিতে হাসে খুব অন্তরালে।

দ্যাখো, ঐ তুষার আবৃত পাহাড় চূড়ে
বুকে প্রেমের কি বিশাল স্তুপ;
একদিন শেষে সে চোখেও অশ্রু ঝরে
হৃৎপিণ্ডে জমে দারুণ ক্ষোভ।

কই রয় তবে ঐ মিলন সুখ প্রেম বন্ধন
যায় চলে সবই ছুঁড়ে ফেলে;
কই তা চিরস্থায়ী টিকে রয় না অধিক্ষণ
ঐ তটিনীর বুকে প্রেম খেলে।

চলি তবুও পথ কি জানি কিসের মোহে
যদি ধরা দেয় সুখখানি আবার;
নাকি সুখ পালাবে দিগন্তে দুখের ত্রাহে
আসবে না ও ফিরে কখনো আর।

3 thoughts on “শুধু ফাঁকি

  1. পদ্যের মতো করে পড়তে গিয়েও কেন জানি বারবার হোঁচট খাচ্ছি।
    মানসিক অস্থিরতার কারণেই কিনা জানি না। লিখাটি কি পদ্যের চাদরে গদ্য সাহিত্য !!

    সব কিছুর জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ মি. সাইদুর রহমান। :)

    1. লিখাটি তো পদ্যের চাদরেই ঢেকে দিয়েছিলাম। তবু হোঁচট খেয়েছেন জেনে অস্থির হয়ে গেছি।
      অনেক ধন্যবাদ আপনাকে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।