আলোর মহাজন

আলোর মহাজন

আবারও কবিতার কথা বলি শুদ্ধ, পরিশুদ্ধ এবং ঋদ্ধ
আন্ধার জগত থেকে আলোর জাতে উঠা
জলাভূমির পর্দা ছিঁড়ে সম্মুখ সমুদ্রের কাছাকাছি যাওয়া!

এতোটা কাছে যেখানে পাহাড় আর সমুদ্র কোনো ব্যবধান নেই
মুদ্রিত আলোর সংস্পর্শে জেগে উঠে সমস্ত কৈবর্ত্য পাড়া,
জেগে উঠে প্রাগৈতিহাসিক হিমাদ্রি থেকে হালের নীলাদ্রি
যে জন কবিতায় হাসে, কবিতায় কাঁদে কে বলে তারে
অভাজন….?
যে জন অন্ধকার ঠেলে পুঁজিপতি হয়ে উঠে সেই তো
প্রকৃত আলোর মহাজন!

ভাবতেই ভালো লাগে এই দুর্মূল্যের বাজারে এভাবেই
বেড়ে উঠছে কবিতার কোমল হাত…
পতপত করে উড়তে শুরু করেছে কিছুদিনের বিষমরাত;
আলোর বৃত্তের বাইরে যতোটা অন্ধকার যতিচিহ্নবিহীন
অপ্রকৃত ভগ্নাংশের মতো ওরা আর কতোটা স্বাধীন?

আবারও কবিতার স্বাধিকারের কথা বলি……….
অন্ধকার জলের তলায় অবচেতনে লুকিয়ে থাকে যতোটা
সংযুক্ত আলো….
সেই আলোয় স ম স্ত অন্ধকার জগত আলোকিত হউক
সেই আলোর নদীতে সিনান শেষে সবাই আরশিতে দেখুক
নিজ নিজ আলোকিত মুখ…..আলোকিত চোখ……….!!

4 thoughts on “আলোর মহাজন

  1. বরাবরের মতো দারুণ। শুভরাত্রি প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. ”ভাবতেই ভালো লাগে এই দুর্মূল্যের বাজারে এভাবেই
    বেড়ে উঠছে কবিতার কোমল হাত…
    পতপত করে উড়তে শুরু করেছে কিছুদিনের বিষমরাত;
    আলোর বৃত্তের বাইরে যতোটা অন্ধকার যতিচিহ্নবিহীন
    অপ্রকৃত ভগ্নাংশের মতো ওরা আর কতোটা স্বাধীন?”

    এভাবেই বিস্তৃত হোক কবিতার পাখা। ভালোবাসা কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।