জলচূড়া ধাপ

জলচূড়া ধাপ

জলের উপর ভাসে চলে বনহাঁস
আর ভাসে কত না রঙ বেরঙ সাপ
বলো দেখি ভাসি কোন জলে
আত্মারা করে শুধু অভিশাপ ।

এরকম বর্ণচূড়ার কথা ভাসলে পরে
বলো দেখি ! জল কি আর বাঁধা মানে
জল ছুট -সেতো যমুনার ঢেউ হয়ে-
ভাঙ্গবেই ঘর জানালা এ উঠানে;
যতই বলো অভাবে স্বভাব নষ্ট
সেকি আর জানে, সুমতিটা হোক না
দেক না ঈশ্বর গুণে জনে জনে ।

ওরাই বুঝি বনহাঁস রঙচূড়া সাপ
জল দেখে জল লুকায় ঢেউয়ের খাপ-
আত্মারা কি দেখে ধুধু বালুচরে খারাপ
জলে ভাসে -জলে ডুবায়
জলে রাখে কোন সে জলচূড়া ধাপ।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “জলচূড়া ধাপ

  1. আপনার লিখায় অদ্ভুত এক সারল্য থাকে। ভালো লাগার এটাই অন্যতম কারণ।
    শুভেচ্ছা জানবেন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সন্ধ্যা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।