জলচূড়া ধাপ
জলের উপর ভাসে চলে বনহাঁস
আর ভাসে কত না রঙ বেরঙ সাপ
বলো দেখি ভাসি কোন জলে
আত্মারা করে শুধু অভিশাপ ।
এরকম বর্ণচূড়ার কথা ভাসলে পরে
বলো দেখি ! জল কি আর বাঁধা মানে
জল ছুট -সেতো যমুনার ঢেউ হয়ে-
ভাঙ্গবেই ঘর জানালা এ উঠানে;
যতই বলো অভাবে স্বভাব নষ্ট
সেকি আর জানে, সুমতিটা হোক না
দেক না ঈশ্বর গুণে জনে জনে ।
ওরাই বুঝি বনহাঁস রঙচূড়া সাপ
জল দেখে জল লুকায় ঢেউয়ের খাপ-
আত্মারা কি দেখে ধুধু বালুচরে খারাপ
জলে ভাসে -জলে ডুবায়
জলে রাখে কোন সে জলচূড়া ধাপ।
আপনার লিখায় অদ্ভুত এক সারল্য থাকে। ভালো লাগার এটাই অন্যতম কারণ।
শুভেচ্ছা জানবেন প্রিয় বাউল কবি মি. সরকার। শুভ সন্ধ্যা।