হত্যা অথবা ভালোবাসা

কেবল সবাই হত্যা করতে চায় আমাকে,
শৈশব থেকে মধ্য যৌবন হন্তারকের দৃষ্টি এড়িয়ে চলেছি প্রতিদিন।
কেউ কেউ চাইলো ভালোবেসে হত্যা করতে-
ভালোবাসলে বুঝি দুধের পেয়ালায় মেশাতে হয় হেমলক?
ভালোবাসলে বুঝি দু’হাতে পেরেক ঠুকে ঝুলিয়ে দিতে হয় ক্রুশে?

আমার আত্মজীবনীর পাতায় পাতায় শুধু হত্যার ষড়যন্ত্র দেখি,
দেখি আমাকে ভালোবেসে হত্যার উৎসবে মেতেছে কতজন
কত ছলে-বলে-কৌশলে।
প্রথম যৌবনে আমার বালিকা প্রেমিকা একদিন আমাকে
বাড়িয়ে দিয়েছিল তার কোমল ওষ্ঠ,
আমি ওষ্ঠ স্পর্শে বুঝেছি সে আমাকে হত্যা করতে চায় ভালোবেসে;
তবে ভালোবেসে হত্যা করা-ই বুঝি ভালোবাসা!

কেবল সবাই হত্যা করতে চায় আমাকে,
আমার চারিদিকে শুধু হন্তারকের সতর্ক পাহারা সকাল দুপুর রাত্রি;
ওদিকে দ্যাখো, কী আশ্চর্য-
পৃথিবীও আমাকে হত্যার উদ্দেশ্যে সূর্যকে প্রদক্ষিণ করছে নিয়মিত!

প্রবাল মালো সম্পর্কে

ক্রমশ অবচেতনে বেড়ে যায় জয় আর পরাজয়ের বোঝা, ক্লান্ত আমি- নিজেকে লুকোই বালকের প্রথম প্রেমের চিহ্নের মতো। কোনো অর্জন নেই আমার- কেবলই অবক্ষয়-ধ্বংস-মৃত্যু, জয়ের আনন্দে বিহ্বলতা নেই- আছে গোপন কান্না, প্রতিটি প্রাপ্তির পেছনে উপলব্ধি ঘৃণার-সংশয় বোধের, প্রকৃতির নীরবতা-নম্রতার পেছনে হিংস্রতার প্রেতছায়া, মৃত্তিকার অগভীরে শেকড়ের ভয়ংকর নগ্নতার ছাপ, নদীর ঢেউয়ের গোপনীয়তা থেকে দোয়েলের সুমিষ্ট শিসের ঘ্রাণ, ঘাসের বেড়ে ওঠা নীরবে- কিছুই তো অজানা নয় মানুষগুলোর, তবু কেন এই অশনি সংকেত! ঝিঁঝিঁ পোকার ডাকে স্বীকারোক্তি দেবে কে? তোমার স্মৃতিগুলোতো ক্রমে অস্পষ্ট, তবুও তোমার দেহের ভঙ্গিমা সবচেয়ে সুখকর- সরল জীবনের মতো, সে-জীবন খোঁজে কবি, কবিতা, প্রেমিক, ঘাস, হৃদয়; তবু কেন মানুষ নয়!

2 thoughts on “হত্যা অথবা ভালোবাসা

  1. কবিতাটি পড়লাম মি. প্রবাল মালো।
    ভিন্ন ভিন্ন আঙ্গিকের লিখায় আপনাকে যেন নতুন করে জানছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।