আমি উলঙ্গ হলেই যত সমস্যা পৃথিবীর
কিন্তু চ ছ জ ঝ এক চুল রাখেনি গায়ে বস্ত্র, কই?
কোথাও তো শুনিনি কান কথা কিংবা আন্দোলন
গ্রীষ্মের তাপদাহেও পুড়েনি কোনো চায়ের দোকান
তবু কেনো স্বর্গ নরকের হিসেব বুঝানো হয় শুধু আমাকেই!
উত্তরা, ঢাকা-১২৩০, সকাল: ১০:৩০, ২৬০৯২০১৬
বেশ ইন্টারেস্টিং লিখা প্রিয় কবি। সংক্ষিপ্তে সুন্দর।
ধন্যবাদ ভাইজান।
বেশ ভালো লিখছেন প্রিয়।
ভালোবাসা