আধুনিক গান ♦ তোমাকে জোসনা ভেবে

আধুনিক গান ♦ তোমাকে জোসনা ভেবে

তোমাকে জোসনা ভেবে রাতকে কাছে আসতে বলি,
জোনাকস্মৃতি খুঁজতে গিয়ে, আমি আমায় হারিয়ে ফেলি।।

* অনেক কিছুই হারিয়ে গেছে,
কাগজ থেকে শব্দগুলো
হারিয়েছে মেঘ, ছায়ালতা
হাওয়ায় ঘেরা গোলাপ ফুলও
কেউ কি ভাবে এখানে এক পাহাড় ছিল…
একটি পাখি দেখতো শুধু চক্ষু মেলি।।

* আমার এখন অনেক কিছুই
হয় না দেখা
প্রভাতফেরির দীর্ঘ কোনো ছবি আঁকা
কিংবা কদম- হিজল তলে বসে থাকা
বিকেল’টা কে নতুন কোনো উৎস ভেবে…
রাতের দিকেই এগিয়ে যেতে পথ চলি।।

1 thought on “আধুনিক গান ♦ তোমাকে জোসনা ভেবে

  1. গীতিকাব্যের জন্য অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।