হঠাৎ যদি এমন হতাম

হঠাৎ যদি এমন হতাম

হঠাৎ যদি এমন হতাম………
জনসমুদ্রে পিচঢালা রাস্তার মতন,
বুকের উপরে শু-শা করে কত না
যাত্রীবাহি গাড়িগুলো গরে গরে যাচ্ছে ঘটিয়ে দুর্ঘটনা,
টপ টপ করে তাজা রক্ত পরছে, দেখতো,
জল ঝরাতো নয়নে।

বিচার দিনে বস্তুনিষ্ঠ স্বাক্ষী নাহয় দিতাম।
হঠাৎ যদি এমন হতাম……
শিশির সিক্ত প্রভাতের রক্তিম সূর্য
গাঁ ঘামাতাম তীব্র খরায়, পুড়ে দিতাম যতো নির্বোধ,
চেয়ে চেয়ে দেখতো সবাই
নিধন হতো সব নির্বোধ।

হঠাৎ যদি এমন হতাম……
স্বচ্ছ দীঘির জল ভাসিয়ে দিতাম
পরে থাকা পঁচা আবর্জনা আর মল।
হঠাৎ যদি বিশুদ্ধ বায়ু হতাম-
উড়ে দিতাম দূষণ ভরা বাতাস,
সুগন্ধ সুভাষ দিতাম।

হতাম যদি পূর্ণিমার চাঁদ,বিছিয়ে দিতাম সুখের পাঠি
ঘুমে যেতে, ঘুম পারতো পরিপাটী।
দাও গো এই সত্তা, কেমনে হবে?
দেখিয়ে দিতাম শত বার, উদারতা;
হঠাৎ যদি এমন হতাম……।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “হঠাৎ যদি এমন হতাম

  1. চমৎকার লিখা প্রিয় বাউল কবি মি. সরকার। গুড জব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।