স্বাধীনতার বিয়াল্লিশ বছর পেরিয়ে গেল
ওহে বীর-বাঙ্গালি এখনো ঘুম ভাঙ্গেনি!
বিচার হলেও অপরাধ প্রবণতা কমেনি
দেশে নারী-শিশুর জুলুম নির্যাতন বৃদ্ধি,
কখন জাগবে আগামীর বীর সেনা ?
বাংলার দামাল জেগে উঠ ন্যায়ের পথে
সমাজে যত অন্যায় দুর্নীতি নিমূল করো।
বাংলার স্থপতি পাইনি স্বাধিকারের সাধ
জাতি দমাতে ষড়যন্ত্র ছিল বিদেশী হাত,
বাংলায় দোসরের লিপ্সা আদৌ মেটেনি।
স্নায়ু সমরে ঘেরা বাঙ্গালি ও বাংলার মাটি
দেশে উন্নয়ন ঘিরে ষড়যন্ত্র বুঝেনা জাতি।
এক-এগারর সমস্যায় দেশে ডামাডোল
বন্যা-খরা, আইলা-সিডর প্রকৃতির চাপ,
দেশে মুক্তির নাই ফাঁক সবে দেয় ধাপ।
হে বীর বাঙ্গালি জেগে উঠ সময়ে হাল ধর
একাত্তরের রক্ত ঝড়া পীড়িত দেশকে গড়।
যুবকে কর্ম দাও মোচন করো ঘুষ কারবার
আগামীকে পথ দেখাও সত্য-ন্যায়ে চলার,
যখন দেশে সময় এলো খোলা জানালার।
-০-
১৬ আগস্ট ১৭ (সকাল-৯.১৫)
আশার বাণী নিঃসন্দেহে। এর পরও কি আমাদের ঘুমন্ত প্রজন্ম জেগে উঠবে !!
মেধা যেখানে সস্তায় বদল হয়ে যায় সেখানে সন্দেহ আছে এবং … সন্দেহ থেকেই যায়।
ধন্যবাদ বাসেত ভাই।