ত্রিশূল
#
লক্ষ্য করলে দেখা যাবে
বরাবর ছিল যারা এখনো আছে
শুধু যারা নিজের জায়গা নিতে পারে নি
ছলাকলাতে অপরকে ঠকাতে নিজে ঠকেছে
তারাই কলম্বাস হয়
পরিত্যক্ত উপদেশ নথিভুক্ত হয়
#
নস্টালজিয়া সর্বক্ষণ পাশে থাকা
মানুষের জন্য হয় না
যাকে একবার পাশে পাওয়া গিয়েছিল
এখন আর নেই তার জন্য হয়
জঘন্যতা জঘন্য মানুষদের মানায় বেশি
যে কোনোদিনই সাফসুতরো হতে পারেনি
তার কাছে এর চেয়ে বেশি কি আসা করা যায় ?
তার কাহিনীতে দেবত্ত্বের আশা দুরাশা
#
দেবালয় আগেও ছিল এখনো আছে
কারা যেন শকুনের ডানা থেকে পালক তুলে
বারে বারে দেবালয় চিহ্নিত করে
আর নিত্য তুষের আগুনে জ্বলে পুড়ে মরে।
ভালো লাগে আপনার লিখা। ভালো থাকবেন সতত
অনেক ধন্যবাদ ভাই শুভেচ্ছা নিও |
‘দেবালয় আগেও ছিল এখনো আছে
করা যেন শকুনের ডানা থেকে পালক তুলে
বারে বারে দেবালয় চিহ্নিত করে
আর নিত্য তুষের আগুনে জ্বলে পুড়ে মরে।’
অতূল্য।
অনেক ধন্যবাদ কবি সতত এমন প্রেরণা যোগাবার জন্য ।