একটি হারানোর গল্প

একটি হারানোর গল্প

এইমাত্র যে রাজসিক চিলটা উড়ে গেল
তার ডানায় লেখা ছিল আমাদের ভবিষ্যৎ
গতকাল যে মাছটা ধরা পড়েছিল মতি মাঝির জালে
তার পাখনায় জমা ছিল সমস্ত চিন্তাধারা
আর নদীতে ডুব দিয়ে যে পানকৌড়িটা উঠে আসেনি
তার ঠোঁটে রাখা ছিল আমাদের স্বপ্ন পাহাড়।

এভাবে এক এক করে আমাদের স্বপ্ন চিন্তা ভবিষ্যৎ হারিয়ে যেতে থাকে
শুধু বেঁচে থাকে চিল
মতি মাঝি
আর
পানকৌড়ির দল।

2 thoughts on “একটি হারানোর গল্প

  1. চোখের সামনে দেখে চলেছি আপনার প্রতিটি লিখায় কেমন অসাধারন ম্যাচুরিটি চলে এসেছে। কাউকে দিনদিন এভাবে ডেভলপড হতে আমি খুব কম মানুষকে দেখেছি।

    অভিনন্দন প্রিয় কবি মি. মোকসেদুল ইসলাম। :)

    1. আপনার এমন মন্তব্যে সত্যিই মনে হয় নিজের লেখায় কিছুটা পরিপক্কতা এসেছে। ভালো লাগে এমন মন্তব্য

মন্তব্য প্রধান বন্ধ আছে।