আরেক_জীবন_অণুগল্প
ক্ষমতাবান আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত উপেক্ষা আর প্রতিষ্ঠিত বন্ধু-বান্ধবদের তীর্যক মন্তব্যে বিপর্যস্ত শিহাব। সবার ভিতরে থেকেও আতংক, ঘৃণা আর এক পলায়নপর মনোবৃত্তিতে পরিপূর্ণ এক আউটসাইডারে পরিণত হয়েছে।
এক বিষণ্ণ দুপুরে, ভিক্ষুকদের সর্দার হতে, নিজের আপাদমস্তক সৌন্দর্য এবং শরীরের রঙ পুড়িয়ে দিতে জন্মদিনের পোষাকে শিহাব রেললাইন ধরে হেটে চলে.. পেছন থেকে ফেলে আসা জীবনের প্রতিনিধি হয়ে দু’টি সমান্তরাল ইস্পাত অবাক চেয়ে রয়। বিষণ্ণ বিকেলকে বিরহী সাঁঝে ডুবিয়ে ডুবিয়ে এক সময় রাত নামে।
কোথায়ও কেউ নেই.. সব চুপচাপ.. নিশ্চুপ চারিধার।।
#আরেক_জীবন_অণুগল্প_২৯৮
* প্রচ্ছদ: নবী হোসেন।
‘কোথায়ও কেউ নেই.. সব চুপচাপ.. নিশ্চুপ চারিধার।’
শিহাব ভূমিকার সার্থক অণুগল্প মি. মামুন। শুভ সকাল।
আর একটু গল্পের মত হলে ভাল হত। ভাল লাগল।