আরেক_জীবন_অণুগল্প

আরেক_জীবন_অণুগল্প

ক্ষমতাবান আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত উপেক্ষা আর প্রতিষ্ঠিত বন্ধু-বান্ধবদের তীর্যক মন্তব্যে বিপর্যস্ত শিহাব। সবার ভিতরে থেকেও আতংক, ঘৃণা আর এক পলায়নপর মনোবৃত্তিতে পরিপূর্ণ এক আউটসাইডারে পরিণত হয়েছে।

এক বিষণ্ণ দুপুরে, ভিক্ষুকদের সর্দার হতে, নিজের আপাদমস্তক সৌন্দর্য এবং শরীরের রঙ পুড়িয়ে দিতে জন্মদিনের পোষাকে শিহাব রেললাইন ধরে হেটে চলে.. পেছন থেকে ফেলে আসা জীবনের প্রতিনিধি হয়ে দু’টি সমান্তরাল ইস্পাত অবাক চেয়ে রয়। বিষণ্ণ বিকেলকে বিরহী সাঁঝে ডুবিয়ে ডুবিয়ে এক সময় রাত নামে।

কোথায়ও কেউ নেই.. সব চুপচাপ.. নিশ্চুপ চারিধার।।

#আরেক_জীবন_অণুগল্প_২৯৮

* প্রচ্ছদ: নবী হোসেন।

মামুন সম্পর্কে

একজন মানুষ, আজীবন একাকি। লেখালেখির শুরু সেই ছেলেবেলায়। ক্যাডেট কলেজের বন্দী জীবনের একচিলতে 'রিফ্রেশমেন্ট' হিসেবে এই সাহিত্যচর্চাকে কাছে টেনেছিলাম। এরপর দীর্ঘ বিরতি... নিজের চল্লিশ বছরে এসে আবারো লেখালখি ফেসবুকে। পরে ব্লগে প্রবেশ। তারপর সময়ের কাছে নিজেকে ছেড়ে দেয়া। অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ তে 'অপেক্ষা' নামের প্রথম গল্পগ্রন্থ দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। বইমেলা ২০১৭ তে তিনটি গ্রন্থ- 'ছায়াসঙ্গী'- দ্বিতীয় গল্পগ্রন্থ, 'ঘুঙ্গরু আর মেঙ্গরু'- উপন্যাস এবং 'শেষ তৈলচিত্র'- কাব্যগ্রন্থ নিয়ে সাহিত্যের প্রধান তিনটি প্ল্যাটফর্মে নিজের নাম রেখেছি। কাজ চলছে ১০০০ অণুগল্প নিয়ে 'অণুগল্প সংকলন' নামের গ্রন্থটির। পেশাগত জীবনে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছি। একজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছি। পোষাক শিল্পের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা করছি। লেখার ক্ষমতা আমি আমার ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিয়েছি। তাই মৃত্যুর আগ পর্যন্ত লিখেই যেতে হবে আমাকে।

2 thoughts on “আরেক_জীবন_অণুগল্প

  1. ‘কোথায়ও কেউ নেই.. সব চুপচাপ.. নিশ্চুপ চারিধার।’
    শিহাব ভূমিকার সার্থক অণুগল্প মি. মামুন। শুভ সকাল।

  2. আর একটু গল্পের মত হলে ভাল হত। ভাল লাগল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।