মিয়ানমারের পাঁজর ডুবে যাচ্ছে তাজা রক্তের স্রোতে
ধর্মের খোপ হতে বেরিয়ে উন্মত্ত- নগ্ন তরবারি
সামরিক মোটর, তামাটে বুলেটে রুদ্ধ বুদ্ধের দম
কলঙ্কের ভারে জঘন্য হয়ে উঠা গেরুয়া বসন
পুড়ে গেছে ঘৃণ্য ধিক্কারে…
বীভৎস পশুরা মশগুল উলঙ্গ নৃত্যে!
ক্ষুধার্ত পিশাচ- লাশের বুক খুবলে নিচ্ছে
অন্ধ দেবতার সামনে জীবন্ত দহন, ধর্ষণে উল্লাসে
তলিয়ে গেছে বিবেকের শীৎকার
মৃত বোধির নিচে আজ সহস্র হন্তারকের আস্তানা
রুধিরাক্তে ভিড় করে তৃষ্ণার্ত হায়েনা
উবে গেছে অহিংসের শ্লোক, বুদ্ধের ধ্যান ভেঙ্গে চুরমার
ডুবছে নাফ নদী, পাথর কাটার বুক, পুড়ছে মিয়ানমার…
দা উ দু ল ই স লা ম
৩০/৮/১৭
4 thoughts on “পশুরা মশগুল উলঙ্গ নৃত্যে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
মানবতার এই এক চরম অবনতি। মানবিক অপরাধ চলছে সমগ্র আরাকান জুড়ে।
বিভিন্ন ঘটনা এবং ঘটনা প্রবাহের চিত্র আমাদের ব্যথিত করে তুলে।
কবিতা আনুক সুদিন
সদাচারন ফিরে আসুক… আরাকান হোক স্বাধীন
সালাম ও ঈদের শুভেচ্ছা জানিবেন স্যার
ধর্মের খোপ? অদ্ভুত শব্দ। অথচ কি সত্য।
দারুন।
হুম খোপে খোপে ধর্ম কাঁপে
কবিতা আনুক সুদিন
সদাচারন ফিরে আসুক… আরাকান হোক স্বাধীন
সালাম ও ঈদের শুভেচ্ছা জানিবেন প্রিয়