আমার স্বপ্ন তুমি

আমার স্বপ্ন তুমি

আমার একলা পৃথিবীতে তুমি এক দমকা হাওয়ার মতো। আর আমি উড়ে যাচ্ছি তোমার সাথে নিশ্চিন্ত, নির্ভয়ে। আজকাল এতো বেশি তোমায় স্বপ্নে দেখি যে বাস্তবের তুমি আর স্বপ্নের তুমি মিলেমিশে এক হয়ে যাচ্ছো। তোমার ছায়াকে জড়াতে গিয়ে আমার আমার বুকের মধ্যে একই রকম উথালপাথাল ঢেউ। তোমার হাতেই আমাকে দিয়ে, আমার অবশিষ্ট আমিও নেই এখন।

আজকাল দিনের পর দিন তুমি আমাকে আচ্ছন্ন করে আছো। এই স্বপ্ন আমার আবেগকে আরও বাড়িয়ে দিচ্ছে। না, বিষাদপুরে আর যেতে চাইনা আমি। মিশে যেতে চাই বিন্দু বিন্দু হয়ে তোমার প্রতিটি কণার সাথে। শরীরী জীবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তোমার বিচরণ, স্বপ্নেও একই রকমভাবে শিহরিত করে আমায়।

আমি এতোবার তোমায় স্বপ্নে দেখেছি, তোমার সাথে এতো রাস্তা হেঁটেছি, কথা বলেছি যে, তোমার ছায়া হওয়া ছাড়া আমার আর কোন অবশিষ্ট আমি নেই। আমার জীবনের উপরে সূর্যের মতো তোমার বিচরণে, আমাকে দমকা, শীতল হাওয়ার মতো যেভাবে জড়িয়ে রাখো, তাইতো আমার শতগুণ ছায়া হওয়া ছাড়া আর কোন উপায় নেই তেমন। ঈশ্বর, আমি তোমাকে এতোটাই ভালোবেসেছি, এতোটাই নিজেকে সমর্পণ করেছি যে…..

4 thoughts on “আমার স্বপ্ন তুমি

  1. ' ঈশ্বর, আমি তোমাকে এতোটাই ভালোবেসেছি, এতোটাই নিজেকে সমর্পণ করেছি যে….. '

    অসাধারণ এক অনুভূতি। ভালো থাকুন প্রিয় শব্দ কারিগর বন্ধু রিয়া রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।