“বটতলার কাব্য”
কিছু মানুষ আছে গাঁয়ে মানে না আপনি মোড়ল
চিলের শিকার ধরার মত রোজ একদিকে চেয়ে
ছোঁ মেরে পেজা থ্রী রিপোর্ট লিখে দেয়
হরি হে তুমিই সত্য ! মাইরি বলছি।
সেই মানুষের হনুমানের বগলের তলায় সূর্য্যের মত
বাগদত্তা খলবলে প্রেমিকা,
যার কাজই হচ্ছে মানুষকে নিচু করা
পায়ের তলায় দুশো প্রেমিক প্রেমিকা,
দাদাবাবু আর দিদিমনির চামচা
কাটা ঘায়ে রোজ নুনের ছিটে দিয়ে বটতলার কাব্য লেখে।
প্রায়ই মনে হয় দুহাতে গোবর নিয়ে কর্তা গিন্নির মুখের ওপর
ঘুঁটে শুকোতে দিই আর মুন্ডু দুটো ঘুরিয়ে টার্গেট বদল করে দিই।।
বরাবরের মতো ইন্টারেস্টিং লিখা প্রিয় কবি।
অনেক ধন্যবাদ প্রিয় কবি ।