নির্বাসিত
বোদ্ধা কবি
আমি আবারও কবি হবো নির্বাসিত সীমান্ত জল
মানুষের নয়, পশু-পাখির রক্তেই যে করে টলমল!
একা একাই সাঁতার কেটে উত্তীর্ণ হবো মৃত্যুদ্বীপ
ওখানে পুঁতে আসবো একটি বীর্যহীন কবিতার দীপ!
ওখানে শব্দের মতো কিছু একটা পড়ে আছে আর্তনাদ
ওখানে বড়ো কম মূল্যে কেনা যায়, হন্তারক মাইনের নিনাদ!
ওখানে পিশাচ বাতাসের ওজন পাহাড়ের মতো ভারি
ওখানে আগুনের মুখে উৎসব চলে ভুতেদের বাড়ি!
ওখানে দিবানিশি হোলি চলে অগ্নি-রক্ত-জল
ওখানে কাঁকড়া লেলিয়ে নেয়া হয় শিশ্নের দখল!!
কবিতায় ভালো লাগা রইল কবি
অফুরান কৃতজ্ঞতা কবি।
সমকালীন। অনেক সুন্দর একটি কবিতা। অভিনন্দন প্রিয় কবি।
অফুরান কৃতজ্ঞতা জামান ভাইয়া।।