ঝুম্পা তোদের দুর্গাপুজোয়
ঝুম্পা তোদের বাড়ির দেওয়াল
নক্সীপুকুর গাছ
সেখানে সবুজ ঘাসবনে চরে
হারানো সকাল স্বপ্ন
হাসিরা কখন ছেড়ে চলে গেল
ফের ফিরে এল শরতে
ঝুম্পা তোদের গোলবারান্দা
জুড়ে শোয় রোদ্দুর
ঝাঁকে ঝাঁকে আসে কিচিরমিচির
সোনালি ধানের সুখ
শারদ সকাল দুপুর সন্ধ্যে
ধুনুচি নাচের ধূম
ঝুম্পা এবার খুঁজে নিস তুই
ভীড়ের মধ্যে মুখ
তোদের দুর্গা দালানে এবার
শতভীষা ঝিকমিক।।
ঝাঁকে ঝাঁকে আসে কিচিরমিচির
সোনালি ধানের সুখ। ___ দারুণ লিখেছো প্রিয় কবি সৌমিত্র। শারদীয়ার শুভেচ্ছা।