আধুনিক গান :: এ জীবন শূন্য রেখে

আধুনিক গান :: এ জীবন শূন্য রেখে

এ জীবন শূন্য রেখে, চলে যদি যেতেই হবে
মরণছবি বুকে নিয়ে, কেন তুমি কাঁদবে তবে।।

১। লিখে রেখেছি জলের রূপকে পৃথিবীর আদি নাম
এবং এঁকেছি ঘন সবুজে জীবনের পরিণাম
তুমিও তো জানো,
এপিটাফে শুধু পাতাগুলো পড়ে র’বে।।

২। কেউ জানবে না আমাদের দিকে চেয়েছিল একা চাঁদ
প্রশ্বাস ঘিরে স্বপ্নপাখিরা, করেছিল চাষাবাদ
আলোর স্মৃতিও ক্রমে মুছে যায়
বাতিটুকু গেলে নিভে।।

2 thoughts on “আধুনিক গান :: এ জীবন শূন্য রেখে

মন্তব্য প্রধান বন্ধ আছে।