বেদনা নিও না নদী

বেদনা নিও না নদী

বেদনা নিও না নদী—-
আবার কোনোদিন যদি ঘাতকজল আসে
আবার কোনোদিন যদি পাঁতিহাসের ডানা হাসে
আবার কোনোদিন যদি জলের গায়ে ভেসে ঊঠে
এমনি হাজারে হাজার বীভৎস লাশের ছবি
সেদিন আমি আবারও কবি হবো– নপুংসক কবি!!

আবারও বলি—-
বেদনা নিও না নদী
শিশুর যেমন কোনো বেদনা থাকতে নেই
নারীর যেমন কোনো বেদনা থাকতে নেই
তেমনি তোমারও কোনো বেদনা থাকতে নেই!!

6 thoughts on “বেদনা নিও না নদী

মন্তব্য প্রধান বন্ধ আছে।