বেদনা নিও না নদী
বেদনা নিও না নদী—-
আবার কোনোদিন যদি ঘাতকজল আসে
আবার কোনোদিন যদি পাঁতিহাসের ডানা হাসে
আবার কোনোদিন যদি জলের গায়ে ভেসে ঊঠে
এমনি হাজারে হাজার বীভৎস লাশের ছবি
সেদিন আমি আবারও কবি হবো– নপুংসক কবি!!
আবারও বলি—-
বেদনা নিও না নদী
শিশুর যেমন কোনো বেদনা থাকতে নেই
নারীর যেমন কোনো বেদনা থাকতে নেই
তেমনি তোমারও কোনো বেদনা থাকতে নেই!!
শেষ অধ্যায় বেশ দারুণ হয়েছে। আমাদেরও বেদনা থাকতে নেই কবি।
অফুরান কৃতজ্ঞতা জামান ভাই।।
“বেদনা নিও না নদী—-” ভালো লাগায় মন ভরে গেল কবি
অফুরান কৃতজ্ঞতা কবি।।
আমাদেরও বেদনা থাকতে নেই
অফুরান কৃতজ্ঞতা আমির ভাই।