নষ্টালজিক
গাছের আড়ালে একদিন শৈশব লুকিয়েছিল
তারে খুঁজতে খুঁজতে পেরেশান
দুরন্ত সময় এভাবে হারিয়ে গেলে
বিলাপ করতে ইচ্ছে করে কিন্তু বিলাপে
কি ফল লভিবে, এই ভেবে বিলাপ
স্থগিত রেখে সামনে এগোই
গাছের আড়ালে শৈশব অবহেলায়
তড়পাতে তড়পাতে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরে
আমি তড়িঘড়ি কৈশোর পাড়ি দিয়ে
যৌবনের মদমত্ত জীবন এনজয় করতে থাকি
আহ! এর নামই লাইফ
বিয়ারের ক্যানে ঠোঁট ছুঁয়ালেই
অন্য আমি হয়ে উঠি পরিপূর্ণ যুবক
ড্যাম কেয়ারে পার করি রঙিন সন্ধ্যা
রাতের ঘনত্ব মনোযোগ কাড়তে ব্যর্থ হলে
সাকির কোমর সুরামত্ত সংগীতে বাজে
আমি শৈশব বৃক্ষের তড়পানি ভুলতে ভুলতে
সাকির ওষ্ঠে লেপে দেই মদমত্ত যৌবন
গাছের আড়ালে শৈশব লুকিয়ে থাকুক
আমার সময় নাই তাকে খুঁজতে যাওয়ার
অনেক কাজ বাকী পড়ে আছে
সাকির ঠোঁট পাড়ি পৌঁছাতে হবে মালয় সাগরে
ভালো লাগে আপনার লিখা প্রিয় কবি প্রিয় মকসুদ ভাই। ভালো থাকুন।