পরাবাস্তব দর্শন

কোন প্রকার দর্শন না মেনে আমরা খুঁজতে বেরিয়েছিলাম আমাদের উত্তরাধিকার,
ইতিহাস আমাদের একেবারেই অজ্ঞাত, বুঝতে পারছিলাম না-
আমরা কি নিজেরাই হারিয়ে গেছি? না-কি এটি উত্যক্ত মস্তিষ্কের বিকার গ্রস্ত চিন্তাসূত্র!
তা নাইলে-
বাস্তুহারা হবার পরও পুনরায় কি করে আমাদের নিক্ষেপ করা হলো- ধোঁয়ার কুণ্ডলিতে;
চেতনার তন্তু পোড়া ভয়ংকর এক উপলব্ধি, নিজেদের মনস্কামনাকে উপেক্ষা করে
যে লীলাচক্রে আবদ্ধ হই বারবার- সে তো নির্ঘাত গোলামী!
বাধ্যগত ফুলশয্যার রাত-
বীর্য হরণের মধ্য দিয়ে যে তাবৎ জীবন নেতিয়ে পড়ে-
মূলত: সেটাই পরাবাস্তব দর্শন!

দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

1 thought on “পরাবাস্তব দর্শন

  1. পরাবাস্তবের সার্থক শাব্দিক চিত্রায়ণ। সতত শুভকামনা রাখি প্রিয় স্যার। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।