বৃক্ষ হাত

বৃক্ষ হাত

কবে জানি না হাতের পাঁচটা আঙ্গুল
লম্বা হয়ে এক একটা বৃক্ষ হয়ে গেল
যার প্রয়োজন তাকে ছায়া দিতে হয়
ক্রমশ: ছায়া হেকে জন্ম নেয় ছায়ামানব
শীর্ণ হাত, পিপাসু ঠোঁট
সব সরোবর শুকিয়ে গেছে
তাই মানস সরোবরে এসে ঘুমিয়ে পড়ে।

2 thoughts on “বৃক্ষ হাত

  1. সহজ এবং সরলে অনন্য কবিতা প্রিয় কবিবন্ধু। অভিনন্দন রাখলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।