দুরাশা
পাহাড়ের নিবিড় নীরবতার মতো আমিও ভালো
থাকতে শিখে গেছি
শিখে গেছি কিভাবে মাড়িয়ে যেতে হয়
শ্বাপদের ছায়া
শিখে গেছি কিভাবে আঙুলে জড়িয়ে রাখতে হয়
নীলমার মায়া…..!!
যেভাবে একদিন নামতার মতো মুখস্ত করেছিলাম
তোমার ভালোবাসা
সমুদ্রের গর্জন দেখে বুঝে গেছি সেদিন সন্ধ্যাবেলা
তুমি ছিলে আমার প্রথম দুরাশা!!
'যেভাবে একদিন নামতার মতো মুখস্ত করেছিলাম
তোমার ভালোবাসা
সমুদ্রের গর্জন দেখে বুঝে গেছি সেদিন সন্ধ্যাবেলা
তুমি ছিলে আমার প্রথম দুরাশা!!'
_____ কবিতার গঠন অসাধারণ প্রিয় কবি।