লিমেরিক – ১
পাথরের কান্নায়
পাথরের কান্নায় তাঁর হৃদয়ে দ্যাখি মমতার ঢেউ
তাই তো ফুটায় ধুতুরা ফুল তার বুকে হাসে সেও;
আমরা মানুষ, পেয়েছি অমূল্য হৃদয়
গলা কাটি মানুষের, কি পাষণ্ড নির্দয়
রক্ত চুষে হিংসা ঢেলে, জান্নাত খুঁজি কেউ কেউ।
লিমেরিক – ১
পাথরের কান্নায়
পাথরের কান্নায় তাঁর হৃদয়ে দ্যাখি মমতার ঢেউ
তাই তো ফুটায় ধুতুরা ফুল তার বুকে হাসে সেও;
আমরা মানুষ, পেয়েছি অমূল্য হৃদয়
গলা কাটি মানুষের, কি পাষণ্ড নির্দয়
রক্ত চুষে হিংসা ঢেলে, জান্নাত খুঁজি কেউ কেউ।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছোট ছোট শব্দ বাক্যের বিন্যাসের অর্থবহতায় এমন লিখন ভালো লাগে প্রিয় কবি।
বেশ লিখেছেন।