চলতে ফিরতে হিসাব করি দুনিয়াদারী
ধন সম্পদ গড়তে হবে চল ফিকির করি
সম্পদ এলো ঘরে দেউলিয়া হই ভবে
দেমাকে ধ্বংস তারা দুনিয়ার ঘরে।
ন্যায়-অন্যায় মানি নাকো অর্থ অর্জনে
যত পাই তত চাই দুনিয়ার ঘরে ঘরে
ঢের সম্পদ জমা হলে অংহকারে মরে
যার পরানে ধ্বংস হলে মানবের তরে।
দুনিয়াবী ফিকিরে থাকি খোদাকে ভুলি
শুকুর গোজার করি নাকো সৃষ্টি ভবে
মানব সমাজ চলে তাঁর রহমত ঘরে
তবু মোরা বুঝি না খোদার সৃষ্টিকে।
হুস থাকতে শপথ নিবো সৎ পথে
দুনিয়াদারীর কাজে পরকাল খুজে
করবো সম্বল মোরা শেষ দিন যপে
মনে রাখি দুনিয়াদারী পরকাল ঘিরে।
-০-
১৫.০৩.১৭ রাত ১১.৯ মিনিট
'হুস থাকতে শপথ নিবো সৎ পথে
দুনিয়াদারীর কাজে পরকাল খুজে
করবো সম্বল মোরা শেষ দিন যপে
মনে রাখি দুনিয়াদারী পরকাল ঘিরে।'
সুন্দর ও বেশ উপদেশমূলক৷