রঙশীলা
পূর্ণিমা মাখো গায়ে, বুকে
বাঁকে
জং ধরা মনে…
মেখোনা আঁধার, বরং অন্দ্রিলা মুখে জ্যোৎস্না আনো
আড়ং বুনার শিল্পে
চিবুকের শাণে এক ফালি চাঁদ
শিশির ছোঁবে- বায়বীয় ঠোঁট… স্নিগ্ধ প্রভাত;
রঙ মাখো কৃষ্ণা’ক্ষে
স্বপ্নকল্পের বক্ষে- চঞ্চলা আলোর নাচন-
সরু শাঁখ
রংতুলিতে বোলাও অরণ্য মন্থন নদীর বাঁক,
তীব্র দিনে- মাখো তীক্ষ্ণ বেগুনী রশ্মি…
সৌর সুনীলে
মাখো গোধূলি ঘন চুলে…রক্তিমা সিঁদুর…।
2 thoughts on “রঙশীলা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ওয়াও স্যার ওয়াও।
অসাধারণ। 
আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..