চরিত্রহীন

চরিত্রহীন

তেঁতুলবৃক্ষের চরিত্রহীন শেষের কথাটাই যেমন-
তার চোখ – তার মনের ডালপালা করে প্রমাণ;

আর দেহের অগ্রভাগে চিহ্নরোদন, আগেই বুঝে দেয়
আমি শ্রেষ্ঠতম চরিত্র সুন্দর বনের পশু চরিত্রহীন; ‍

বৃক্ষশশী তেঁতুল, ভাবতে পারে না জলারণ্যের মতো!
সন্দেহের ঊষসী সমস্ত ধরণীকে গর্জেতুলে চরিত্রহীন।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “চরিত্রহীন

  1. 'বৃক্ষশশী তেঁতুল, ভাবতে পারে না জলারণ্যের মতো!
    সন্দেহের ঊষসী সমস্ত ধরণীকে গর্জেতুলে চরিত্রহীন।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. বৃক্ষশশী   কথাটির মানে বুঝতে পারছি না।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wink.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    শুভকামনা

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।