গাল লাল হউক

গাল লাল হউক

সবকিছু আরও আরও সুচরিতা হউক
অথবা আরও বেশি বেশি অশুচি হউক
কোনো মানুষকে বলার দুঃসাহস করছি না
ম্রিয়মাণ হেমন্ত আর শীতকে বলছি!

যেভাবে আমার সর্বস্ব লুটে ফেরারি হয়েছে
তস্কর বসন্ত, ওরাও তেমনি হউক!
আমি কোনো বিনিময় মুল্য ধার্য করছি নে
কেবল যেদিন থেকে ইতিহাস জন্ম হয়েছিলো
আমাকে দেখার প্রথম দিন
সেদিনের মতো…..?
আবারো তোমার টোলপড়া গাল লাল হউক
লাল হউক…..
ওখান থেকেই আবার নতুন ইতিহাস লেখা
শুরু হউক…… শুরু হউক!!

বেলা শেষে সবাই কাপুরুষ হওয়ার আগেই
এখনি সবাই কাপুরুষ হউক
অথবা
এখনি সবাই বীর্যবান পুরুষ হউক!!

4 thoughts on “গাল লাল হউক

  1. 'আবারো তোমার টোলপড়া গাল লাল হউক
    লাল হউক…..
    ওখান থেকেই আবার নতুন ইতিহাস লেখা
    শুরু হউক…… শুরু হউক!!' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।