শীতের দ্বিতীয় শীত

শীতের দ্বিতীয় শীত

ট্রেনের হর্নের গায়ে মাকড়সা-ঝুল লেগে আছে
পঞ্চায়েতে দু’মাসের কাজ পেল আকাশি মেয়েরা:
পায়ে-চলা জ্যোৎস্না দেবে বিলের মাটিতে, বিষধর —
ঝাঁপির পার্বণী পেয়ে হবে গোল সুখিত বেড়াল

বৃদ্ধ দাঁতাল পাখি — ধান কাটতে গিয়ে ক্ষেতওলা
কোলে নেয়, মরাইতে রাখে। ঝরা পোকা, ঝরা ভিড়,
হিমের মশারি…। এই যে দাঁতনফল, আমার ফোকলা
আয়ু মুঠো ক’রে এতদূর ছুটলে, বাবুজি!

মুরগির পিঠ থেকে মায়া ছিঁড়ে নিচ্ছে পিকনিক
সেখানে গাছের মেধা, সেখানে মেঘের পরিষেবা
ধরবো বলে বসে আছি। এ-মহা কন্ডাকটেড ট্যুর
পাহাড়কে ভাঁজ ক’রে পৌঁছে দেবে, মুস্‌কান, তোমায়।

কুয়াশার তৃপ্তি নামছে; আর কেউ ফিরবে? জানি না
শীতের সনেট লিখলে শীত তাকে সঙ্গে নিয়ে যায়…

2 thoughts on “শীতের দ্বিতীয় শীত

  1. শিরোনাম এবং লিখা  ___ দুটোই অনবদ্য। অনেক অনেক শুভেচ্ছা প্রিয়কবি চন্দন দা। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।